রাগ: পিলু

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1294

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

৯ (tabu pari ne sapite pran)

                   তবু  পারি নে সঁপিতে প্রাণ ।

       পলে পলে মরি সেও ভালো, সহি  পদে পদে অপমান ।।

       কথার বাঁধুনি, কাঁদুনির পালা— চোখে নাহি কারো নীর ।

       আবেদন আর নিবেদনের থালা  ব’হে ব’হে নত শির ।

       কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ !  জগতের মাঝে ভিখারির সাজ—

       আপনি করি নে আপনার কাজ,  পরের ' পরে অভিমান ।।

       আপনি নামাও কলঙ্কপশরা,  যেয়ো না পরের দ্বার—

       পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা  সকল ভিক্ষার ছার ।

       ‘দাও দাও’ ব’লে পরের পিছু পিছু  কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু—

       মান পেতে চাও, প্রাণ পেতে চাও,  প্রাণ আগে করো দান ।।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.