রাগ: হাম্বীর

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1310

রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

৩৭ (jananir dware aji)

জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।

থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে ॥

     অর্ঘ্য ভরিয়া আনি ধরো গো পূজার থালি,

     রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,

     ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,

              মার আহ্বানবাণী রটাও ভুবনমাঝে ॥

আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে।

আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে।

     আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,

     নবসঙ্গীততালে গাও গম্ভীর গাথা,

     পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা,

              শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে ॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.