রাগ: খাম্বাজ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩৪১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ সেপ্টেম্বর, ১৯২৭

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

৩৩৪ (ore chitrarekhadore badhil)

ওরে    চিত্ররেখাডোরে বাঁধিল কে-- বহু-   পূর্বস্মৃতিসম হেরি ওকে।

কার তুলিকা নিল মন্ত্রে জিনি   এই মঞ্জুল রূপের নির্ঝরিণী-- স্থির নির্ঝরিণী।

                   যেন          ফাল্গুন-উপবনে শুক্লরাতে  দোলপূর্ণিমাতে

                   এল     ছন্দমুরতি কার নব-অশোকে॥

                             নৃত্যকলা যেন চিত্রে-লিখা

                   কোন্‌   স্বর্গের মোহিনী-মরীচিকা।

          শরৎ-নীলাম্বরে তড়িৎলতা   কোথা হারাইল চঞ্চলতা।

হে   স্তব্ধবাণী, কারে দিবে আনি   নন্দনমন্দারমাল্যখানি-- বরমাল্যখানি

          প্রিয়-   বন্দনাগান-জাগানো রাতে

                             শুভ   দর্শন দিবে তুমি কাহার চোখে?।

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.