রাগ: কাফি-কানাড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1919

২৯২ (nai nai nai)

নাই নাই নাই যে বাকি,

    সময় আমার--

শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥

    বারে বারে কারা করে আনাগোনা,

    কোলাহলে সুরটুকু আর যায় না শোনা--

        ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥

    পণ করেছি, তোমার হাতে আপনারে

    শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে।

    মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,

    ভোরবেলাকার একলা পথে চলব সোজা--

        তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.