রাগ: বেহাগ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1328

রচনাকাল (খৃষ্টাব্দ): 1921

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

২৪৩ (hay go byathay katha)

হায় গো,    ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো--

                             সুর হারালেম অশ্রুধারে॥

              তরী তোমার সাগরনীরে,   আমি ফিরি তীরে তীরে,

                   ঠাঁই হল না তোমার সোনার নায় গো--

                        পথ কোথা পাই অন্ধকারে॥

হায় গো,    নয়ন আমার মরে দুরাশায় গো,

                        চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।

              যে ঘরে ওই প্রদীপ জ্বলে   তার ঠিকানা কেউ না বলে,

                   বসে থাকি পথের নিরালায় গো

                        চির-রাতের পাথার-পারে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.