রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

১৮০ (tor praner ras to)

     তোর     প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে।

     তবে      মরণরসে নে পেয়ালা ভরে॥

সে যে   চিতার আগুন গালিয়ে ঢালা,    সব জ্বলনের মেটায় জ্বালা--

     সব     শূন্যকে সে অট্টহেসে দেয় যে রঙিন করে॥

     তোর    সূর্য ছিল গহন মেঘের মাঝে,

     তোর    দিন মরেছে অকাজেরই কাজে।

তবে    আসুক-না সেই তিমিররাতি    লুপ্তিনেশার চরম সাখি--

     তোর     ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্‌-ভোলাবার ঘোরে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.