রাগ: কেদারা

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৫৪ (ke dil abar aghat)

          কে দিল আবার আঘাত আমার দুয়ারে।

এ নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥

     বহুকাল হল বসন্তদিন    এসেছিল এক অতিথি নবীন,

          আকুল জীবন করিল মগন    অকূল পুলকপাথারে॥

আজি এ বরষা নিবিড়তিমির,    ঝরোঝরো জল, জীর্ণ কুটীর--

          বাদলের বায়ে প্রদীপ নিবায়ে    জেগে বসে আছি একা রে।

অতিথি অজানা, তব গীতসুর    লাগিতেছে কানে ভীষণমধুর--

          ভাবিতেছি মনে যাব তব সনে    অচেনা অসীম আঁধারে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.