রাগ: পিলু-ভীমপলশ্রী-কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1299

রচনাকাল (খৃষ্টাব্দ): 1892

৫৮ (amar man baje)

          আমার    মন মানে না-- দিনরজনী।

আমি    কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি।

ওগো,  কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি--

              ওগো সজনি॥

          সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি।

তাই    শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী--

              কেন না জানি॥

ওগো,  বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।

ওগো,  বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।

     ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে--

আমি    এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে

              দিব নিছনি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.