রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1928

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

৪৮ (amar nayan taba)

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়

     মনের কথার কুসুমকোরক খোঁজে

সেথায় কখন অগম গোপন গহন মায়ায়

     পথ হারাইল ও যে॥

আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে--

নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;

অজানার মাঝে অবুঝের মতো ফেরে

     অশ্রুধারায় মজে॥

আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ

     ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?

দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,

     সে তোমারে কিছু বলে?

তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে

বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে--

বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে

     সে কি কেহ নাহি বোঝে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.