রাগ: খাম্বাজ-বাউল

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1329

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

১৩ (amar kantha hate)

আমার    কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে,

সে যে    বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥

     মেঘের দিনে শ্রাবণ মাসে    যূথীবনের দীর্ঘশ্বাসে

     আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥

          যখন    শরৎ কাঁপে শিউলিফুলের হরষে

          নয়ন    ভরে যে সেই গোপন গানের পরশে।

গভীর রাতে কী সুর লাগায়    আধো-ঘুমে আধো-জাগায়,

আমার    স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.