রাগ: ইমন

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

২৯ (e shudhu olos maya)

এ শুধু অলস মায়া,   এ শুধু মেঘের খেলা,

এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন।

এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা,

নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।

     শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা

     আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি--

     এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে।

কুহকের দেশে যেন সাধ ক'রে পথ ভুলি

হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে।

কারে যেন দেব' ব'লে কোথা যেন ফুল তুলি--

সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে।

          এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে।

          ভুলে ভুলে গান গাই-- কে শোনে, কে নাই শোনে--

          যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.