রাগ: পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

২৫ (pagol je tui kantha bhare)

পাগল যে তুই, কণ্ঠ ভরে

জানিয়ে দে তাই সাহস করে॥

     দেয় যদি তোর দুয়ার নাড়া

     থাকিস কোণে, দিস নে সাড়া--

          বলুক সবাই 'সৃষ্টিছাড়া',   বলুক সবাই 'কী কাজ তোরে'॥

বল্‌ রে 'আমি কেহই না গো,

কিছুই নহি, যে হই-না'।

     শুনে বনে উঠবে হাসি,

     দিকে দিকে বাজবে বাঁশি--

          বলবে বাতাস 'ভালোবাসি',   বাঁধবে আকাশ অলখ ডোরে॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.