রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩৩৫

রচনাকাল (খৃষ্টাব্দ): ২২ এপ্রিল, ১৯২৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

২২ (swapan parer dak shunechhi)

স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি--

কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥

নয় তো সেথায় যাবার তরে,   নয় কিছু তো পাবার তরে,

                   নাই কিছু তার দাবি--

     বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥

চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,

     দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।

খুঁজে যারে বেড়াই গানে,   প্রাণের গভীর অতল-পানে

                   যে জন গেছে নাবি,

     সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.